top of page

লাজনা ইমা'ইল্লাহর ১০০ বছর

শতবর্ষ পূর্তি উদযাপন

লাজনা ইমাইল্লাহ, বাংলেদেশ- এর উদ‍্যোগে গত ১৭ জুন ২০২৩, রোজ শনিবার, বাংলাদেশের ১১৭ টি সংগঠন একই দিনে, এক সাথে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে লাজনা ইমা’ইল্লাহর ১০০ বছর পূর্তীর অনুষ্ঠান উদযাপন করেছে আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয় যেন কেন্দ্রীয় ও স্থানীয় প্রতিটি পর্যায়ে একই সাথে উদযাপন করা যায়। মোহতরমা সদর সাহেবা কেন্দ্রীয় আমেলার সদস্যাদের নিয়ে দারুত তবলীগ মসজিদের লাজনা হলে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। যেখানে ঢাকা লাজনার সদস্যারাও উপস্থিত ছিলেন, লাজনা, নাসেরাত শিশু ও মেহমানসহ ৩৯১ জন  এখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের লাজনারা স্থানীয় মসজিদে একই সময়ে নিজেরা শতবর্ষ পূর্তীর আনন্দ উদযাপন করেন।

সূরা সাফ এর ১ থেকে ৭ আয়াত অর্থসহ তিলাওাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর যেসব বিষয়ের উপর প্রেজেন্টেশন ও বক্তব্য উপস্থাপন করা হয় সেগুলো হলোঃ  

  • আহমদীয়া মুসলিম জামাতের সংক্ষিপ্ত পরিচিতি,  

  • লাজনা ইমা’ইল্লাহর সংক্ষিপ্ত পরিচিতি, ইতিহাস এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য

  • লাজনা ইমা’ইল্লাহর পতাকার সংক্ষিপ্ত পরিচিত

  • লাজনা ইমাইল্লাহর বিভিন্ন কার্যক্রম আর সমাজ উন্নয়নে লাজনা ইমাইল্লাহর ভূমিকা।

 

আলোচ্যসূচীর উপরোক্ত বিষয়সমূহ কেন্দ্র থেকে লিখিত আকারে সরবরাহ করা হয় যা প্রত্যেক স্থানীয় সংগঠনগুলো নিজেদের মত করে উপস্থাপন করে। এরই মাঝে লাজনা ইমা’ইল্লাহর ১০০ বছর পূর্তি উপলক্ষ্য করে ড. পারভীন হাকীম, এহসানুল হাবীব জয় এর লেখা নযম ও সৈয়দা আমাতুস সামী তাহেরা সাহেবার লেখা কবিতাও পরিবেশিত হয়।

অনুষ্ঠানসূচীতে এরপরের পর্বে ছিল প্রত্যেক সংগঠনের বা লাজনার ইতিহাস, কীভাবে সংগঠনটি প্রতিষ্ঠিত হলো, সেই সাথে স্থানীয় বুজুর্গ ব্যক্তিদের জীবনী নিয়ে আলোচনা। প্রত্যেক সংগঠন স্থানীয়ভাবে এই পর্বের আয়োজন করে।

পরিশেষে বিকাল ৫.০০ টায় মোহতরমা রেহেনা খায়ের (সদর, লাজনা ইমা’ইল্লাহ বাংলাদেশ) সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। অনলাইনে জুমের লিংকে যুক্ত হয়ে সারা দেশের লাজনারা এতে অংশ নেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাজনা সদস‍্যা -৩৭২৩ জন/ নাসেরাত:৮৬১ জন/ শিশু :৬৮৬ / মেহমান:১০৭ জন, সর্বমোট ৫৩৭৭ জন ।

শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে স্থানীয় লাজনাগুলো বিভিন্ন আনন্দের আয়োজন করে। প্রতিটি মসজিদের লাজনা হল ব্যানার, বেলুন ও রঙ্গীন কাগজ দিয়ে সআজান লাজনা ও নাসেরাতগণ। মহিলারা কেক বেক করে সুন্দর করে ডেকোরেট করে নিয়ে আসেন। এছাড়াও মিষ্টি, ঐতিহ্যবাহী পিঠা ও নানা রকম খাবার রান্না করা হয়। 

নাসেরাতদের পক্ষ থেকে দেয়ালিকা তৈরি, মেহেদী উতসব এর আয়োজন করা হয়। চট্টগ্রাম নাসেরাত ছোট নাসেরাতেদের নিয়ে আনন্দ র‍্যালী করে।

ঢাকা লাজনা ফ্রী মেডিকেল ক্যাম্প ও প্রদর্শনীর আয়োজন করে।

লাজনা ইমা’ইল্লাহর কর্মকাণ্ড নিয়ে তৈরি একটি আকর্ষনীয় ডকুমেন্টারি তৈরি করে কেন্দ্রীয় আইটি দপ্তর যা সবগুলো স্থানীয় জামাতে প্রদর্শীত হয়।

এছাড়াও স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ও নাসেরাতুল আহমদীয়া ঢাকা একটি মনোরম  প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে লাজনা ইমা’ইল্লাহ বাংলাদেশ এর প্রকাশিত বই সমূহ, শতবর্ষ উপলক্ষ্যে প্রকাশিত স্মারকগুলি ও আয়োজিত বিভিন্ন কর্মসূচীর ছবিও প্রদর্শন করা হয়।

bottom of page