top of page

লাজনা ইমা'ইল্লাহর আহাদনামা

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহূ লা শারীকালাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রাসূলুহূ।
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক-অদ্বিতীয় তার কোন শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সাাঃ) তার বান্দা ও রসূল।
আমি প্রতিজ্ঞা করছি, ধর্ম ও জাতির খাতিরে আমার জান, মাল, সময় ও সন্তান-সন্ততি কোরবানী করতে সদা প্রস্তুত থাকব।  এমনকি  সর্বদা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকব। আর খিলাফতে আহমদীয়াকে প্রতিষ্ঠিত রাখতে  প্রত্যেক ত্যাগ স্বীকারে  সর্বদা প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ।

flag_rv02.png

লাজনা ইমা'ইল্লাহর পতাকা

bottom of page