top of page
Image by Sixteen Miles Out

সদর সাহেবার বানী

আমার প্রিয় বোনেরা,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বছর লাজনা ইমা'ইল্লাহ ১০০ বছর পূর্ণ করতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ! তাই বছর জুড়ে আমরা লাজনা ইমা'ইল্লাহর শতবর্ষ পূর্তি উদযাপন করব, ইনশাল্লাহ। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। মহান আল্লাহ পাকের কাছে অসীম কৃতজ্ঞতা প্রকাশ করি।  

হযরত মুসলেহ মাউদ (রা) যে উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের গোড়াপত্তন করেছিলেন তার কতটা আমরা পূরণ করতে পারলাম তা ভেবে দেখা দরকার। ১৯২২ সালের সালানা জলসার বক্তৃতায় তিনি বলেন, “যতদিন পর্যন্ত তোমরা উন্নতি করতে না পার, ততদিন পর্যন্ত ধর্ম জয়ী হতে পারবে না। আমাদের সব উন্নতি, আমাদের সকল কুরবানী সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত স্থায়ী হবে, কিন্তু যদি তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জেনে নিতে পার, তবে আমরা কেয়ামত পর্যন্ত এই উন্নতিকে ধরে রাখতে পারবে”।

মহিলাদের ধর্মীয়, আধ্যাত্মিক, জ্ঞানগত ও ধীশক্তির বিকাশে সহায়তার উদ্দেশ্য নিয়ে এই সংঠনের প্রতিষ্ঠা করা হয়। যেন তারা আল্লাহর সন্তুষ্টি লাভের রাস্তায় চলতে পারে। এবং হযরত মুহাম্মদ (সা) এর শিক্ষা অর্থাৎ প্রকৃত ইসলামের শিক্ষাকে পৃথিবীতে ছড়িয়ে দিতে সফল হয়।

এ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের শতবার্ষিকীর জন্য কিছু টার্গেট বা লক্ষ্য স্থির করেছিলাম। সেই অনুযায়ী হযরত খলিফাতুল মসীহ আল খামেস (আই) এর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে, শতবর্ষ পূরণের সময় আমাদের প্রতিটি সদস্য অন্ততপক্ষে এইটুকু উন্নতি লাভ করেছে। শতবর্ষ পূর্তির আনন্দ উদযাপনের পাশাপাশি আপনারা নিজেদের মূল্যায়ন করুন যে, আমরা আমাদের উদ্দেশ্য পূরণে কতটুকু সফল হয়েছি।

এ সংগঠনকে আজকের পর্যায়ে নিয়ে আসতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সব ধরণের ত্যাগ স্বীকার করেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতার সাথে স্বরণ করি। নতুন প্রজন্মকে আহবান জানাই তারা এই পৃথিবীর চাকচিক্যের মোহে যেন পড়ে যেন সত্যের পথ থেকে ছিটকে না পড়ে। নিজেদের পূর্ববর্তী প্রজন্মের নেক কাজের ধারাকে যেন তারা অব্যাহত রাখে। তাহলে তারা এই মহান সংগঠন থেকে সবসময় কল্যাণ পেতে থাকবে।

আমাদের যে সব বোনেরা দূর্বল আমরা তাদের পাশে থাকব, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখব, প্রতিবেশীদের সাথে ভাল সম্পর্ক রাখব, শতবর্ষে এই অঙ্গীকার ব্যক্ত করি। খেলাফতের প্রতি আপনাদের সবার ভালবাসা রয়েছে, তা আমি জানি। তাই, প্রত্যেক মাসে আমরা হুযুরকে চিঠি দিব হুযুরের সাথে সবাই ব্যক্তিগত যোগযোগ রক্ষা করব। খেলাফতের সাথে যোগাযোগ বাড়াব।

সংগঠনের প্রত্যেকে বিগত ৩ বছর যাবত আমাদের টার্গেট পূরণের জন্য ও উদযাপনের প্রস্তুতি নিতে কঠোর পরিশ্রম করেছেন ও করছেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমরা এ সংগঠনকে এগিয়ে নিতে এভাবেই একযোগে কাজ করব। এটি এমন একটি সংগঠন যেখানে আমরা সম্মিলিতভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করি। আমরা আমাদের কাজের ধারা ধরে রাখব। তাহলে এ সংঠনের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

প্রিয় বোনেরা, এই শতবার্ষিকীর সকল কার্যক্রম পালিত হবে মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন স্বরুপ। আপনারা বেশি বেশি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় রত থাকুন।

আল্লাহ তায়ালা তাঁর রহমতের ফেরেশতা দ্বারা আমাদের সর্বদা সাহায্য করুন, আমিন।

ওয়াসসালাম

রেহেনা খায়ের

সদর, লাজনা ইমা'ইল্লাহ, বাংলাদেশ

bottom of page