লাজনা ইমা’ইল্লাহর শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তঃধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত
লাজনা ইমা’ইল্লাহর শতবর্ষ পূর্তী উদযাপন কর্মসূচীর অংশ হিসেবে ১০ ই জুলাই, ২০২৩ ইং ঢাকার বকশীবাজারস্থ কেন্দ্রীয় দারুত তবলীগ মসজিদ কমপ্লেক্সের লাজনা অংশে একটি আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য সম্মেলনের আয়োজন করে লাজনা ইমা’ইল্লাহ বাংলাদেশ। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন লাজনা ইমা’ইল্লাহ বাংলাদেশ এর সদর মোহতরমা রেহানা খায়ের।
উক্ত অনুষ্ঠানে ১৮৫ জন আহমদি এবং ৪২ জন নন-আহমদী মেহমান উপস্থিত ছিলেন। সম্মেলনের আলোচনার বিষয় ছিল “আমাদের ধর্মে নারীর মর্যাদা/ সম্মান ও স্বাধীনতা”। এই বিষয়টির উপর হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ ও ইসলাম ধর্মের বিশিষ্ট প্রতিনিধিরা নিজ নিজ ধর্মের প্রেক্ষিতে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন।
হিন্দু ধর্মে “নারীর মর্যাদা, সম্মান ও স্বাধীনতা” এই আলোচ্য বিষয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথি সুপ্রিয়া ভট্টাচার্য, সভাপতি, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ।
খ্রীষ্টান ধর্মের প্রেক্ষিতে এই বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট অতিথি সিষ্টার রেবা ভেরোনিকা ডি’কস্তা, আর,এন,ডি,এম, কো-কোর্ডিনেটর, আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, বাঁকা মহা ধর্মপদেশ।
বৌদ্ধ ধর্মের আলোকে আলোচনা করেন বিশিষ্ট অতিথি অধ্যাপক ড. নিরু, চেয়ারম্যান ,পালি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এবং সবশেষে ইসলাম ধর্মে “নারীর মর্যাদা, সম্মান ও স্বাধীনতা” এই বিষয়ে আলোচনা করেন মোহতরমা রওশন জাহান, নায়েব সদর, লাজনা ইমাইল্লাহ বাংলাদেশ।
অনুষ্ঠান শেষে কয়েকজন বিশিষ্ট অতিথি শুভেচ্ছা বক্তব্য রাখেন ও তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে আগত কয়েকজন বিশিষ্ট মেহমান হলেন সালমা বিনতে হক, ডেপুটি রেজিষ্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শামসুন্নাহার ভূঁইয়া, চকবাজার থানা লালবাগ,২৭ ,২৯ ,ও ৩০ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর।
এরোমা দত্ত, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন। সাদীয়া আফরিন, আইনজীবী, হাই কোর্ট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
আইনুন নাহার, অধ্যাপক, নৃতত্ব বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।
অন্য ধর্মাবলম্বী ও অ-আহমদি মুসলিম মেহমানরা একটি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন হিসেবে লাজনা ইমাইল্লাহ বাংলাদেশ এর ধর্মচর্চা ও ধর্মপ্রচারের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা আইনুন নাহার আহমদি জামাতের দেশে ও বিশ্বব্যাপী বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠান হিসেবে এই জামাতের যে স্বচ্ছতা রয়েছে তার প্রশংসা করেন। সম্মানিত অতিথিদের সুন্দর অনুভূতি,জামাত ও লাজনাদের কাজের প্রশংসা সত্যিই অনুষ্ঠানটিকে প্রানবন্ত ও সফল করেছে।
এই সম্মেলনে লাজনা ইমাইল্লাহ’র পরিচিতি ও কার্যক্রমের উপর একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা প্রদর্শন করা হয়।
আলোচনা অনুষ্ঠান ছাড়াও এই সম্মেলনের একটি বিশেষ আকর্ষণ ছিল আহমদিয়া মুসলিম স্টুডেন্ট এসোসিয়েশন ও নাসেরাতুল আহমদিয়া বাংলাদেশ আয়োজিত একটি প্রদর্শনী। এই প্রদর্শনীতে লাজনাদের বিভিন্ন কার্যক্রম ও শতবার্ষিকির আয়োজন, লাজনাদের বিভিন্ন প্রকাশনা প্রদর্শন করা হয়। দারুত তবলীগ মসজিদের তৃতীয় তলায় আয়োজিত এ প্রদর্শনীটি সম্মানিত অতিথিরা উপভোগ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।
সম্মেলনে উপস্থিত অতিথিদের জামাতি বই ও শতবর্ষের লোগো সম্বলিত স্বারক উপহার দেয়া হয় এবং চা-নাস্তা ও মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
সবশেষে সদর সাহেবার সমাপনী ভাষণ ও নিরব দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।