top of page
শারীরিক সুস্থতা
সেহেতে জিসমানী
সাংগঠনিক দায়িত্ব
সেক্রেটারী সেহত-ই-জিসমানী প্রধানত নিম্নলিখিত দুটি ক্ষেত্রে তাঁর কাজ সংগঠিত করবেনঃ
ক) স্বাস্থ্য বিজ্ঞান, স্বাস্থ্য-পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে প্রয়োজনীয় তথ্যাবলী সদস্যাগণকে সরবরাহ করা।
খ) বিভিন্ন প্রকার খেলাধূলা যেমন- টেবিল টেনিস,ভলিবল,একক প্রতিযোগীতা যেমনঃ দৌড়,লাফ,ঘোড়দৌড়,সাইক্লিং,সাঁতার ও হাতে তীর নিক্ষেপ ইত্যাদি ক্ষেত্রে সদস্যাদের অংশ গ্রহণ বৃদ্ধি করা।
তিনি যেখানে সম্ভব সেখানে খেলাধূলা ও প্রতিযোগীতার ব্যবস্থা গ্রহণ করবেন।
এই বিভাগকে প্রতিষ্ঠিত করা এবং এর জন্যে একজন আলাদা সেক্রেটারী নিয়োগ করা প্রত্যেক লাজনা সংগঠনের দায়িত্ব।
তিনি দেখবেন যেন মাঝে মাঝে লাজনার মিটিংগুলোতে সুন্দর স্বাস্থ্য পরিচর্যার উদ্দেশ্যে বিশেষ ভাষণ প্রদান করা হয়।
শারীরিক সুস্থতা বিষয় জুম মিটিং হয় প্রতি মাসের ২য় ও ৪র্থ বুধবার
বিকাল ৪টা থেকে ৬টা
bottom of page