top of page
351d8614-thumbnail-2048x1536_edited.jpg

শতবর্ষ স্মারক মসজিদ উদ্বোধন করল লাজনা ইমা'ইল্লাহ বাংলাদেশ 

২৬শে ফেব্রুয়ারী, ২০২৩

লাজনা ইমাইল্লাহ, বাংলেদেশ- এর উদ‍্যোগে গত ১৩ অক্টোবর ২০২৩ নবনির্মিত স্মারক মসজিদ এর উদ্বোধন হয়, আলহামদুলিল্লাহ। নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত মসজিদটির নাম মসজিদ নুসরত জাহান।

লাজনা ইমা'ইল্লাহর শতবর্ষ পূর্তি উদযাপন করল বাংলাদেশের লাজনারা

২৬শে ফেব্রুয়ারী, ২০২৩

লাজনা ইমাইল্লাহ, বাংলেদেশ- এর উদ‍্যোগে গত ১৭ জুন ২০২৩, রোজ শনিবার, বাংলাদেশের ১১৭ টি সংগঠন একই দিনে, এক সাথে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে লাজনা ইমা’ইল্লাহর ১০০ বছর পূর্তীর অনুষ্ঠান উদযাপন করেছে আলহামদুলিল্লাহ।

Interfaith stage.jpg

লাজনা ইমা’ইল্লাহর শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তঃধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত

২৬শে ফেব্রুয়ারী, ২০২৩

লাজনা ইমা’ইল্লাহর শতবর্ষ পূর্তী উদযাপন কর্মসূচীর অংশ হিসেবে ১০ ই জুলাই, ২০২৩ ইং ঢাকার বকশীবাজারস্থ কেন্দ্রীয় দারুত তবলীগ মসজিদ কমপ্লেক্সের লাজনা অংশে একটি আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য সম্মেলনের আয়োজন করে লাজনা ইমা’ইল্লাহ বাংলাদেশ। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন লাজনা ইমা’ইল্লাহ বাংলাদেশ এর সদর মোহতরমা রেহানা খায়ের।

লাজনা ইমা'ইল্লাহ বাংলাদেশের ছাত্রী সদস্যাদের খলিফাতুল মসীহ আল খামেস (আই.) এর সাথে ভার্চুয়াল মুলাকাত

২৬শে ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ জামাতের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত ছাত্রীরা নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হযরত মির্যা মাসরুর আহমেদ (আই.) এর সাথে ভার্চুয়াল মুলাকাতের সভাগ্য লাভ করেছে, আলহামদুলিল্লাহ। 

ওয়াকেফাতে নও ভার্চুয়াল মোলাকাত

৩১শে জানুয়ারি, ২০২১

বাংলাদেশ জামাতের ওয়াকফে নও মেয়েরা (৭ ঊর্দ্ধ) নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হযরত মির্যা মাসরুর আহমেদ (আই.) এর সাথে ভার্চুয়াল মুলাকাতের সভাগ্য লাভ করেছে, আলহামদুলিল্লাহ। 

নভেম্বর ১৬, ২০২০

"যদি আহমদী মুসলিম নারীরা সর্বোচ্চ নৈতিক ও আধ্যাত্মিক মান অর্জন করতে এবং প্রকৃত ধার্মিকতা অর্জন করতে সক্ষম হয় তাহলে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ প্রজন্ম চিরকাল নিরাপদ হাতে থাকবে।" - হযরত মির্জা মাসরুর আহমদ

১৪ নভেম্বর ২০২০ তারিখে, লাজনা ইমামিল্লাহ বাংলাদেশের (আহমদিয়া মুসলিম মহিলা সমিতি বাংলাদেশ) জাতীয় আমেলা (নির্বাহী) আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের বিশ্ব প্রধান, পঞ্চম খলিফা, হযরত মির্যা মাসরুর আহমদ (আই.) এর সাথে একটি ভার্চুয়াল অফিসিয়াল মিটিং এ সাক্ষাতের সুযোগ লাভ করে।

হুযুর ইসলামাবাদে টিলফোর্ডে তার কার্যালয় থেকে সভায় সভাপতিত্ব করেন, আমিলা সদস্যরা ঢাকার দারুত তাবলীগ মসজিদ কমপ্লেক্স থেকে যোগদান করেন, যা বাংলাদেশে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের কেন্দ্রীয় সদর দপ্তর হিসেবে কাজ করে।

bottom of page