top of page
351d8614-thumbnail-2048x1536_edited.jpg

ওয়াকেফাতে নও ভার্চুয়াল মোলাকাত

৩১শে জানুয়ারি, ২০২১

বাংলাদেশ জামাতের ওয়াকফে নও মেয়েরা (৭ ঊর্দ্ধ) নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হযরত মির্যা মাসরুর আহমেদ (আই.) এর সাথে ভার্চুয়াল মুলাকাতের সভাগ্য লাভ করেছে, আলহামদুলিল্লাহ। 

লাজনা ইমাইল্লাহ বাংলাদেশ এর আহমদিয়া মুসলিম জামাতের বিশ্ব প্রধানের সাথে ভার্চুয়াল বৈঠকের সম্মান লাভ

নভেম্বর ১৬, ২০২০

"যদি আহমদী মুসলিম নারীরা সর্বোচ্চ নৈতিক ও আধ্যাত্মিক মান অর্জন করতে এবং প্রকৃত ধার্মিকতা অর্জন করতে সক্ষম হয় তাহলে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ প্রজন্ম চিরকাল নিরাপদ হাতে থাকবে।" - হযরত মির্জা মাসরুর আহমদ

১ নভেম্বর ২০২০ তারিখে, লাজনা ইমামিল্লাহ বাংলাদেশের (আহমদিয়া মুসলিম মহিলা সমিতি বাংলাদেশ) জাতীয় আমেলা (নির্বাহী) আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের বিশ্ব প্রধান, পঞ্চম খলিফা, হযরত মির্যা মাসরুর আহমদ (আই.) এর সাথে একটি ভার্চুয়াল অফিসিয়াল মিটিং এ সাক্ষাতের সুযোগ লাভ করে।

হুযুর ইসলামাবাদে টিলফোর্ডে তার কার্যালয় থেকে সভায় সভাপতিত্ব করেন, আমিলা সদস্যরা ঢাকার দারুত তাবলীগ মসজিদ কমপ্লেক্স থেকে যোগদান করেন, যা বাংলাদেশে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের কেন্দ্রীয় সদর দপ্তর হিসেবে কাজ করে।

bottom of page