top of page

নাসেরাত

নাসেরাতুল আহমদিয়ার আহাদনামা

"আশহাদুআল্লা ইলাহা ইল্লাল্লাহূ ওয়াহদাহূ লা শারীকালাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রাসূলূহু"

 

আমি সাক্ষ্য দিচ্ছি,আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। তিনি এক-অদ্বিতীয়, তার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাঃ) তার বান্দা ও রাসূল। 

"আমি প্রতিজ্ঞা করছি, আমার ধর্ম, জাতি ও মাতৃভূমির সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকবো। এমনকি সত্যের উপরে সর্বদা প্রতিষ্ঠিত থাকবো। আর আহমদিয়া খিলাফতকে প্রতিষ্ঠিত রাখতে সর্বপ্রকার কোরবানি দেয়ার জন্য প্রস্তুত থাকবো। ইনশাআল্লাহ্‌।"

w`K wb‡`©kbv (2022-2023)

মাসিক রিপোর্ট:

 প্রতি মাসের রিপোর্ট এমন সময় পাঠানোর জন্য অনুরোধ করছি যেন তা আমাদের হাতে পরের মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পৈৗঁছায়।

 

তাজনীদ:

 যে সকল নাসেরাত মার্চ’২২ মাসের আগে লাজনা হবে তারা লাজনার সিলেবাস পড়ে পরীক্ষা দিবেন। আর যে সকল নাসেরাত মার্চ’২২ মাসের পর লাজনা হবে তারা গ্রুপের সিলেবাস পড়ে পরীক্ষা দিবেন। কিন্তু যখনই কোন নাসেরাত লাজনা হবে বা শিশু নাসেরাত হবে তা অবশ্যই তাজনীদ সেক্রেটারী এবং নাসেরাত সেক্রেটারীকে চিঠির মাধ্যমে জানাতে হবে।

  যে সকল নাসেরাত আপনার এলাকায় থাকে না তাদের নাম আপনার নাসেরাতের তাজনীদে ও বাজেটে লিখবেন না।

 মাসিক রিপোর্টে তাজনীদের সঠিক সংখ্যা গ্রুপ ভিত্তিক উল্লেখ করবেন।

bottom of page