top of page
IMG_20221216_175851_HDR.jpg

তালীম

সাংগঠনিক দায়িত্ব

মহিলাদের মাঝে ধর্মীয় ও প্রচলিত শিক্ষা বিস্তারের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা সেক্রেটারি তালিমের দায়িত্ব।

সেক্রেটারি তালিম জামাতে নিরক্ষর নারী ও শিশুদের শিক্ষার জন্য কর্মসূচি প্রস্তুত করবেন যাতে প্রত্যেক নারী ও শিশু পড়তে ও লিখতে পারে। সেক্রেটারি তালিম ছেলেদের শিক্ষার গুরুত্ব সম্পর্কেও স্মরণ করাবেন।

সেক্রেটারি তালিম নিম্নলিখিত বিষয়ে মজলিসের দৃষ্টি আকর্ষণ করবেন:

  •   পবিত্র কোরআন দেখে পড়ার শিক্ষা

  •   পবিত্র কোরআনের অনুবাদ শেখানো

  •   নামাজের অনুবাদসহ তার মুখস্থ।

  •   হযরত মসীহ মাউদের (আ.) লেখা বই পড়ানো

সেক্রেটারি তালিম আহমদী মহিলাদের লাজনা ইমামিল্লাহ কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি ও পরিচালনার ব্যবস্থা করার জন্য দায়ী থাকবেন ।

i-GFWSFbb-X3.jpg
সিলেবাস

লাজনা ইমা'ইল্লাহর শতবার্ষিকীর প্রেক্ষিতে লাজনা ইমা'ইল্লাহ্ বাংলাদেশের পক্ষ থেকে কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বাস্তবায়ন আমরা সবাই মিলে করবো, ইনশাল্লাহ্।

hqdefault.jpg
বই পড়া কর্মসূচী

মসীহ্ মাওউদ (আ.)- এর বই পড়া কর্মসূচি; নির্ধারিত বইসমূহ যারা পড়ে শেষ করবেন এবং প্রতিটি বইয়ের উপর পকেট পর্যায়ে আলোচনা সভা করে এর ওপর কুইজ প্রতিযোগিতা হবে।

top-view-islamic-new-year-concept_23-2148611689.jpg
মুবাশ্বিরা কোর্স

আহমদী নারীদের মধ্যে দ্বিনী শিক্ষার প্রসারের জন্য সংক্ষিপ্ত মুবাশ্বিরা কোর্স, যা এই জুন মাসে শুরু হয়েছে।

প্রতি সপ্তাহে ২ ঘণ্টা করে ৩ দিন ক্লাস হবে এবং ১০ টি বিষয় পড়ানো হবে।

bottom of page