
শতবার্ষিকী লোগো
%20(JPG).jpg)
%20(PNG).png)
%20(JPG).jpg)
প্রথমেই লোগোতে বড় করে ১০০ লেখা হয়েছে যেখানে মীনারাতুল মসীহটি ১ হিসাবে বোঝানো হয়েছে এবং দুটি বৃত্ত দেওয়া হয়েছে দুটি শূন্য বোঝানোর জন্য, যেহেতু আমাদের ১০০ বছর পূরণ হতে যাচ্ছে। ১০০-র প্রথম শুন্যের মধ্যে বাংলাদেশের মানচিত্র এবং দ্বিতীয় শুন্যের মধ্যে লাজনাদের পতাকা দেওয়া হয়েছে যেহেতু এই লোগোটি বাংলাদেশের পক্ষ থেকে বানানো হয়েছে। এবং শুন্য দুটি যেভাবে লেখা হয়েছে তা দ্বারা ইনফিনিটি (আসীম) চিহ্ন বুঝায় যার মাধ্যমে আহমদীয়াত যে কেয়ামত পর্যন্ত টিকে থাকবে তা বুঝানো হয়েছে। লোগোর ব্যাকগ্রাউন্ড হিসেবে বিশ্বের মানচিত্র ব্যবহার করা হয়েছে যেহেতু পুরো বিশ্বেই লাজনা ইমাইল্লাহ্-র ১০০ বছর পূরণ হতে যাচ্ছে। ১৯২২-২০২২ লেখা হয়েছে আমাদের ১০০ বছর পূর্তি বোঝানোর জন্য।