
আমাদের কথা
লাজনা ইমাইল্লাহ, আহমদিয়া মুসলিম জামাতের একটি অঙ্গ সংগঠন এবং এর নামের অর্থ আল্লাহর দাসী। লাজনা ইমাইল্লাহ ১৯২২ সালের ২৫শে ডিসেম্বর আহমদী জামাতের দ্বিতীয় খলীফা হযরত মুসলেহ মাওউদ মির্যা বশিরুদ্দিন মাহমুদ (রা.) আহমদী জামাতের মহিলাদের জন্য এই সংগঠনটি কাদিয়ানে প্রতিষ্ঠা করেন।
