top of page
WhatsApp Image 2023-03-27 at 11_edited.jpg

উমুরে তালিবাত 

সাংগঠনিক দায়িত্ব

১১৬. সচিব উমূরে তালিবাতকে এমন একজন হতে হবে যিনি শিক্ষাদান বা শেখার ক্ষেত্রে জড়িত।

১১৭. সচিব উমুর তালিবাত নিরক্ষর মহিলা ছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করবেন।

১১৮. সেক্রেটারি উমুর তালিবাত সেসব ছাত্রীদের শিক্ষায় ফিরিয়ে আনার চেষ্টা করবে যারা মাধ্যমিক বিদ্যালয়ের পর শিক্ষা ছেড়ে দেয়।

১১৯. উমুর তালিবাত দপ্তর স্কুল স্তর থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত প্রতিটি দেশের নারী শিক্ষার্থীদের গাইডেন্স প্রদানের চেষ্টা করবে এবং তাদের সাধারণ সমস্যা সমাধানে সচেষ্ট হবে।

১২০. ছাত্রীদের সকল বিষয় সচিব উমুর তালিবতের তত্ত্বাবধানে সমাধান করা হবে।

১২১. উমুর তালিবাত দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে তবলীগ ও সামাজিক বিষয় নিয়ে সেমিনার আয়োজনে উদ্যোগী হবে এবং মানবজাতির সেবায় এগিয়ে আসার জন্য নারী শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবে।

১২২. আহমদিয়া মুসলিম উইমেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সেক্রেটারি উমুর তালিবাতের অধীনে কাজ করবে।

১২৩. আমুসা- এর অফিস নির্বাহী নির্বাচন প্রতি বছর বার্ষিক ইজতেমার সময় অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সদস্যদের অনুমোদন হযরত খলিফাতুল-মসীহের কাছ থেকে নেওয়া হবে।

১২৪. আমুসা- এর সকল অফিস নির্বাহী ছাত্রীদের মধ্য থেকে হবে।

১২৫. সচিব উমুর তালিবাত আহমদিয়া মুসলিম মহিলা ছাত্র সমিতির অধীনে সকল ছাত্রীদের সম্পূর্ণ রেকর্ড রাখবেন।

দ্রষ্টব্য: শো'বা উমুর তালিবাতও মজলিস পর্যায়ে প্রতিষ্ঠিত হবে।

কিছু কথা

সকল আহমদী ছাত্রীদের ইসলামী শিক্ষার সাথে সংযুক্ত রাখার পাশাপাশি সকল ধরনের শিক্ষা সহায়তা প্রদান করার লক্ষে হযরত খলীফাতুল মসীহ্ আল্ খামেস (আই:) এর নির্দেশক্রমে ২০১৮ সালের জুলাই মাসে উমুরে তোলাবা ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হয়। মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্ঘবদ্ধ করে সকলের মাঝে ইসলামের বাণী, শান্তি ও সৌহার্দ্যের বার্তা এবং মানবতার সেবায় শিক্ষার্থীদের উৎসাহিত করা ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়াই এর মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্তে যুগ খলিফার নির্দেশনার আলোকে উমুরে তোলাবার অধীনে গঠিত হয় আহমদীয়া মুসলিম উইমেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আমুসাব) উমুরে তোলাবার সেক্রেটারী সাহেবার তত্ত্বাবধানে এই সংগঠনের বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ৮টি বিভাগ কাজ করে যাচ্ছে।

বার্ষিক কার্যক্রম

  • যেখানে সম্ভব হয় সেখানে “Communicative English” ক্লাসের ব্যবস্থা করতে হবে।

  • আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক সমস্যা সম্পর্কিত সেমিনারের আয়োজন করা এবং এ বিষয়ে কেন্দ্রের সাথে যোগাযোগ করা।

  • আর্থিক অনটনের জন্য পড়াশুনা বন্ধ থাকলে এবং সে পড়তে আগ্রহী থাকলে কেন্দ্রে জানাতে হবে।

  • “নারীর জন্য জ্ঞান অর্জন প্রয়োজনীয় কেন উক্ত বিষয়ে রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করা এবং জুন মাসের মাঝে লেখাটি কেন্দ্রে পাঠাতে হবে। এবং যার লেখাটি ভালো হবে তাকে পুরুষ্কৃত করা হবে। লেখা পাঠানোর সময় প্রতিযোগীর নাম,জামাত ও হালকার নাম এবং কোন শ্রেণিতে পড়ছে তা উল্লেখ করতে হবে।

  • অসুস্থ নারীদের রক্তের প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা

  • এইচ এস সি পাশ ও ইউনিভার্সিটি লেভেলের ছাত্রীদের জন্য কম্পিউটার সফট স্কিল, যেমনঃ Power Point Presentation, M.S. Word, M.S. Excel এর কাজ শিখিয়ে দক্ষ করে তোলা। যাতে, তারা জামাতের ও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কাজে দক্ষতা প্রদর্শন করতে পারে।

  • বিভিন্ন প্রাইমারি স্কুল এ ব্লাড গ্রূপ টেস্ট এবং ডেন্টাল চেকআপ এর ব্যবস্থ গ্রহন করা ।

  • বিভিন্ন সামাজ কল্যাণ মূলক সংগঠন এর সাথে একত্রে সমাজ সেবা মূলক কাজে অংশগ্রহণ করা ।

  • সকল বয়সের নিরক্ষর নারীদের অক্ষর শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করা।

বই সংগ্রহঃ

১। সকল প্রকার অব্যবহৃত বই এবং শিক্ষাসামগ্রী সংগ্রহ করে তা বিতরণ করতে হবে এবং সংগ্রহ ও বিতরনের রেকর্ডলিখে রাখতে হবে।

২। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীঃ নোট বই,গাইড বই, সাধারন জ্ঞানের বই সংগ্রহ ও বিতরণ। ( ডিসেম্বের-জানুয়ারি মাসে এই কার্যক্রম হাতে নিবেন।

৩। গাইড বই, টেস্ট পেপার ইত্যাদি বই সংগ্রহ ও বিতরণ। (মার্চ-এপ্রিল)  মাসে এই কার্যক্রম হাতে নিবেন।

৪।কলেজে ভর্তির গাইড সংগ্রহ ও বিতরণ।  

উচ্চশিক্ষা ভর্তি গাইড,সাধারন জ্ঞানের বই, এছাড়াও মেডিকেল, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, কৃষি এবং বিশ্ববিদ্যালয়ের অনার্সের বিভিন্ন বিষয়ের ভর্তি ও তথ্য গাইড সংগ্রহ ও বিতরণ। (সারা বছর এই বই গুলো সংগ্রহ ও বিতরণ এর কাজ চলবে)

মানবতার ডাক

স্টুডেন্ট এসোসিয়েশন ঢাকা পুরোন ঢাকার লালবাগ এলাকায় শীতবস্ত্র বিতরণ করে।

পরিবেশ সুরক্ষায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন,ঢাকা

স্টুডেন্ট এসোসিয়েশন ঢাকার সদস্যদের অংশগ্রহণে আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় মসজিদ দারুল তবলীগের লাজনা অংশে গাছ লাগানো কর্মসূচী।

Wave

উমুরে তালিবাত বিভাগ থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন

__আয়েশা ম্যাগাজিন __ ২০২১.jpg
bottom of page