top of page
শত বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী কুরআন শিক্ষক প্রশিক্ষণ কোর্স
বাংলাদেশের প্রতিটি লাজনা সংগঠনে লাজনা ও নাসেরাতদের শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াত শেখানোর জন্য শিক্ষকের প্রয়োজন। তাই প্রতিটি লাজনা সংগঠন থেকে কুরআন এর নিয়মকানুন মোটামুটি জানা আছে এমন ২/৩/৪ জন লাজনা সদস্যা কে বাছাই করে এই কোর্স এর অন্তর্ভুক্ত করে তাদেরকে ট্রেনিং দেয়া হচ্ছে এবং তারা তাদের স্থানীয় লাজনা সংগঠনে লাজনা ও নাসেরাত বোনদের কেন্দ্র থেকে প্রাপ্ত পড়াগুলো শেখাচ্ছেন। এর ফলে কেন্দ্রের পড়া সকল স্থানীয় লাজনা সংগঠনে পৌঁছানো সহজতর হয়েছে এবং নতুন নতুন শিক্ষক ও তৈরি হচ্ছে।
প্রতি শনিবার বিকাল ৪.০০ টা থেকে ৫.০০ টা
bottom of page