top of page
Image by Sulthan Auliya

দিকনির্দেশনা

নির্দেশনাগুলো হলো-

  • প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটার অভ্যাস গড়ে তোলা। (এক্ষেত্রে লাজনাদেরকে হাল্কা অনুযাতি ভাগ করে নিয়ে প্রতিদিন সকালে স,অবেত হয়ে হাঁটতে পারেন। এতে আপনার মন ভাল থাকবে, স্বাস্থ্য ভাল থাবে এবং নিজেদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পীক গড়ে উঠবে)। প্রতিমাসে কতজন নিয়মিত হাঁটে তার তালিকা কেন্দ্রে প্রেরণ করবেন ৩ মাস পর পর।

  • প্রতিদিন ৩০ মিনিট করে ইন্ডোর গেমসের ন্যাবস্থা করতে পারেন যেমন, ক্যাচবল। প্রতি ৩ মাস পর রিপোর্ট কেন্দ্রে পাঠাবেন।

  • প্রতিবারের মত এবারো স্বাস্থ্য সম্পর্কিত ৫ট পয়েন্ট রাখা হয়েছে। আপনারা সুবিধামত সময় বিষয়গুলি নিয়ে সেমিনারের আয়োজন করবেন, সেমিনারের রিপোর্ট কেন্দ্রে পাঠাবেন।

  • বছরে ২ বার অর্থাৎ ডিসেম্বর মাসে একবার এবং জুন মাসে একবার এই দুইবার হাটা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।সকলে একত্রিত হয়ে ৩০ মিনিটের ব্যবধানে আবার সেই স্থানে একত্রিত হয়ে সকলে গাছ লাগানো কর্মসূচি রাখতে পারেন। ওয়াকারে আমল এ অংশ গ্রহণ করতে পারেন। এ সকল কাজের রিপোর্ট কেন্দ্রে পাঠাতে হবে।

বিশেষ আকর্ষণ লাজনা ইমাইল্লাহ এর শতবার্ষিকী উপলক্ষ্যে ২০২২ সালে জুন মাসের ৩০ তারিখের মধ্যে

  • প্রতিটি লাজনা বোন রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। রচনা প্রতিযোগিতার বিষয় হল- ৫০০ শব্দের মধ্যে নিজের এবং পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা এটি লিখে ৩০ জুনের মধ্যে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করবেন এবং সে অনুযায়ী সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কারের ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।

  • লাজনা ও নাসেরাত বোনদের নিয়ে মেহেদী উৎসব, বার্ষিক বনভোজন এর আয়োজন করতে পারেন।

  • এছাড়াও আপনার বাড়ির লাজনার যদি ৬০ এর কোনো বয়স্কা লাজনা বোন থাকে তবে তাদের প্রতিমাসে এক একজন করে দেখতে যেতে পারেন আর তাদের খোঁজ খবর নিতে পারেন। এসকল কজের রিপোর্ট কেন্দ্রে পাঠাতে হবে। এক্ষেত্রে কোনো সমস্যা থাকলে খাকসারের সাথে যোগাযোগ করতে পারেন।

Contact

Like what you see? Get in touch to learn more.

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram
Thanks for submitting!
bottom of page