মুবাশ্বিরীন কোর্স
( সংক্ষিপ্ত- তিন মাস) ২০২২
লাজনা ইমা'ইল্লাহর আহাদনামা
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহূ লা শারীকালাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রাসূলুহূ।
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক-অদ্বিতীয় তার কোন শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সাাঃ) তার বান্দা ও রসূল।
আমি প্রতিজ্ঞা করছি, ধর্ম ও জাতির খাতিরে আমার জান, মাল, সময় ও সন্তান-সন্ততি কোরবানী করতে সদা প্রস্তুত থাকব। এমনকি সর্বদা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকব। আর খিলাফতে আহমদীয়াকে প্রতিষ্ঠিত রাখতে প্রত্যেক ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ।

বয়আতের তাৎপর্য ও শর্তসমূহ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী প্রতিশ্রুত মসীহ্ ও মাহ্দীর আগমনের কথা। হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর নির্দেশ রয়েছে তার হাতে বয়াত করার।
মহানবী (সা.) বলেছেন,
"ফা ইযা রাআয়তুমূহু ফা বায়েউহু ওয়া লাও হাবওয়ান আলাস সালজে ফা ইন্নাহু খালীফাতুল্লাহিল মাহ্দী"|
অর্থাৎ যখন তোমরা তাঁর সন্ধান পাবে তখন তাঁর হাতে বয়াত গ্রহণ করবে যদি বরফের পাহাড় হামাগুড়ি দিয়ে ডিঙ্গিয়েও যেতে হয়, কেননা তিনি আল্লাহ্র খলীফা আল্-মাহ্দী।
(ইবনে মাজাহ, বাব-খরূজুল মাহ্দী)
মসীহ্ ও মাহ্দীর সত্যতা কারো কাছে প্রকাশিত হয়ে থাকলে কাল বিলম্ব না করে হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর নির্দেশ অনুযায়ী তাঁর হাতে বয়াত গ্রহন করা উচিত।
প্রিয় বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এক মাস সিয়াম সাধনার পর যে দিনটি উৎসবের বার্তা নিয়ে আসে, তা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের এই খুশিতে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমাদের এই আনন্দ উদযাপন তখনই পরিপূর্ণভাবে সার্থক হবে যখন আমরা যার যার নিজের জায়গা থেকে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশির খোঁজ রাখি। আর আমাদের ঈদের আনন্দ ধনী গরিব সবাই সমানভাবে ভাগ করে নিই।
আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জীবনে সঠিক ঈদ উদযাপনের তৌফিক দান করুন। সকলের দুঃখ কষ্ট দূর করে প্রতিটি জীবন ঈদের আনন্দে ভরে দিন। আল্লাহ তালা আমাদের সকলকে জীবনের উদ্দেশ্য বুঝে চলার তৌফিক দান করুন, আমীন।
ওয়াসসালাম
খাকসার,
রেহেনা খায়ের
সদর, লাজনা ইমা'ইল্লাহ, বাংলাদেশ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহতরমা সদর সাহেবার শুভেচ্ছা বাণী
